1. বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী হতে প্রতিদিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা থেকে দৈনিক শ্রম পরিস্থিতি সংগ্রহ করে বিভাগীয় কমিশনার মহোদয়ের দপ্তর এবং শ্রম পরিদপ্তর, ঢাকায় অবহিত করা হয়। এছাড়া শিল্পে শামিত-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মালিক ও শ্রমিকগণের মাঝে বিভিন্ন শিল্প বিরোধ নিস্পত্তি করার জন্য বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় ।
2. শ্রমিক এবং শ্রমিকের, মালিক এবং মালিকের ও মালিক ও শ্রমিকের সম্পর্ক নিয়ন্ত্রণ করার লক্ষ্যে শ্রমিকদের ইউনিয়ন এবং মালিকদের সমিতির ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান করা হয়। যে সব শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন নেই সে সকল শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় পার্টিসিপেশন কমিটি গঠন করে শ্রমিক এবং মালিকের স্বার্থ সংরক্ষণ করা হয়। এছাড়া শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পরিসংখ্যান তথ্য সংগ্রহ করা হয়।
3. বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রমিক, মালিক ও সরকার পক্ষের সমন্বয়ে মহান মে দিবস পালন করা হয়। উক্ত মে দিবসের র্যালীতে সকল শ্রমিক কর্মচারীকে গেঞ্জি, টুপি ও নাস্তা সরবরাহ করা হয়।
4. বিভাগীয় শ্রম দপ্তর, গ্রেটার রোড, রাজশাহী ৬টি শ্রম কল্যাণ কেন্দ্র রহিয়াছে। উক্ত শ্রম কল্যাণ কেন্দ্র বৎসরে একাধিক বার শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হয় এবং শ্রমিক ও শ্রমিক পরিবারের সকল সদস্যগণকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং শ্রমিক পরিবারের মাঝে বিনা মূল্যে জন্ম নিয়ন্ত্রণের যাবতীয় সামগ্রী সরবরাহ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS