অফিস পরিচিতি
যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী ১৯৭০ সালে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অন্তগত বহরমপুর মৌজার গ্রেটার রোড সংলগ্ন ০.৭৩ একর নিজস্ব ভূমির উপর প্রতিষ্ঠিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ রাজশাহী শ্রম দপ্তরটি শুরু হতে অদ্যাবধি সাবেক রাজশাহী বিভাগ, তথা বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার মেহনতি শ্রমিক কর্মচারী তথা মালিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে থাকে। শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পরিসংখ্যান তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া শিল্পে শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে মালিক ও শ্রমিকগনের মাঝে বিভিন্ন শিল্প বিরোধ নিস্পত্তি, ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশন, পার্টিশিপেশন কমিটি গঠন, ন্যূতম মজুরী বাস্তবায়ন ও শ্রমিক প্রশিক্ষণসহ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS